বিগত কয়েক বছর ধরে আমির খান ‘তারে জামিন পার’,’ থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘দঙ্গল’-এর মতো জীবনমুখী গল্পের সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। কিন্তু গত ৩ বছর ধরে এই অভিনেতা বড় পর্দায় অনুপস্থিত ছিলেন। অবশেষে চলতি বছর বড় পর্দায় ফিরছেন বলিউড পারফেক্টশনিস্ট।
জানা গেছে, আরএস প্রসন্ন পরিচালিত এবং আমির অভিনীত ‘সিতারে জামিন পার’ মুক্তি পেতে যাচ্ছে জুন মাসে।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার সূত্র জানিয়েছে, “আমির খান গত এক বছর ধরে ‘সিতারে জামিন পার’ সিনেমার জন্য কাজ করছেন। অবশেষে জুনে মুক্তি পেতে যাচ্ছে আমির অভিনীত এই স্পোর্টস ড্রামা। এটি। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।” বলা প্রয়োজন, ‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির একজন মাতাল কোচের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি প্যারালিম্পিকের জন্য বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের একটি দলকে প্রশিক্ষণ দেন। মূলত সেই কোচকে নিয়েই সিনেমার গল্প আবর্তিত। এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ।
সূত্র: পিংকভিলা